বসন্ত আওল রে
তন্ময় ভট্টাচার্য
কলসি নয়, সে নিজেকে নিয়েই হাঁটছেতাতেও কেমন ছলাৎ- ছলাৎ শব্দ
ছিটকে পড়ছে দু'এক আঁজলা সুন্দর
নাভির ওপর কী ছিল চমকে ওঠাটি
দু'পাশের গাছ স্তব্ধ, ছায়াও শুকনো
তেষ্টার কোনও দোষ নেই মনে পড়লে
শুধু সে হাঁটছে - এটুকু দৃশ্য আঁকড়ে
তড়িঘড়ি নেমে কে এসে দাঁড়াল, ভাবতেই
কী আশ্চর্য! কোকিল শিউরে উঠছে...