প্রক্সি
ইন্দ্রনীল ঘোষ
একটা বিন্দু-বিসর্গআর একটা উড়তে থাকা ঘড়ি
এদের মাঝেই এলার্ম বাজছিল
লোকটা জাগলো না।
ওর বদলে জেগে রইলাম আমি।
স্যার রোলকল করছিলেন...
যেন জলে মুখ ঢুকিয়ে এই পৃথিবী
গার্গল করছে একটা সংখ্যা
Site developed by SristiSukh CMS.
© 2014 Adorer Nouka. All Rights Reserved.